Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

রেকর্ড হালকরণ সেবা 
- স্বত্বলিপি প্রণয়ন 
- নামপত্তন জমা খারিজ ও জমা একত্রীকরণের মাধ্যমে খতিয়ান সংশোধন 
- সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ তে বর্ণিত বিধানসমূহ প্রতিপালন সাপেক্ষে স্থাবর সম্পত্তি হস্তান্তর নিয়ন্ত্রণ ও রেকর্ড হালকরণের পদক্ষেপ গ্রহণ 
- প্রাকৃতিক কারন ব্যতীত অন্য কারণে ভূমির প্রকৃতি পরিবর্তন রোধে সক্রিয় ভূমিকা পালন
- ১৯৭২ সালের পি,ও, ৯৬ ও ৯৮ এর প্রয়োগ (ভূমি সংস্কার আইন ১৯৮৪ এর আলোকে)
- লা-ওয়ারিশ সম্পত্তির ব্যবস্থাপনা 
- সিকস্তি পয়স্তি জমির ব্যবস্থাপনা এবং রেকর্ড হালকরণ 
- এল,এ, কেইসের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ 
- এই সংক্রান্ত রেজিস্টারসমূহ হালকরণ
খাস জমি ব্যবস্থাপনা সেবা
- খাসজমি চিহ্নিতকরণ 
- খাসজমি উদ্ধারের পদক্ষেপ গ্রহণ (এস,এ, অপারেশনে ভুলবশতঃ ব্যক্তির নামে রেকর্ডসহ)
- নদী পর্যন্ত জমি চিহ্নিতকরণ, দিয়ারা জরিপের ব্যবস্থা ও রেজিস্টারভূক্তি। 
- ভূমি সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ
- ভূমিহীনদের মধ্যে খাস জমি বিতরণ কার্যক্রম ত্বরান্বিতকরণ 
- আদর্শ গ্রাম প্রকল্প বাস্তবায়ন 
- চারণ ভূমি, হালট, গোপাট ইত্যাদি তদারকি দখল/সীমানা বহালকরণ
- পরিত্যক্ত নদী/জলাশয় তদারকি, সীমানা নির্ধারন এবং খাস তালিকা হাল-নাগাদকরণ
- ইউয়িন ভূমি অফিস তথা কাছারী কম্পাউন্ডের খাস জমি রক্ষণাবেক্ষণ
- লা-ওয়ারিশ/পরিত্যক্ত জমি খাস খতিয়ানভূক্তির পদক্ষেপ গ্রহণ 
ভূমি হুকুম দখল সংক্রান্ত সেবা
- অধিগ্রহণ সংক্রান্ত নোটিশ জারিতে সহায়তা (৩ ধারার নোটিশ)
- বিভিন্ন সংস্থার অনুকূলে বরাদ্দকৃত অব্যবহৃত জমি চিহ্নিতকরণ
- এল,এ, কেইসের মাধ্যমে প্রাপ্ত এরূপ অব্যবহৃত জমি সংক্রান্ত বিস্তারিত বিবরণ জেলা প্রশাসক তথা জেলা কালেক্টরের নিকট প্রেরণ
- জেলা প্রশাসক/জেলা কালেক্টরের অনুমোদনক্রমে এ সকল জমি সরকারের রাজস্ব বিভাগের আওতাধীনে নেওয়া ও ব্যবস্থাপনা
- বিভিন্ন সংস্থার এরূপ অধিগ্রহণকৃত জমির পূর্ণাঙ্গ তালিকা সংরক্ষণ
- এল,এ, কেইসের মাধ্যমে হস্তান্তরিত জমির নামপত্তন/রেকর্ড হালকরণ 
অর্পিত সম্পত্তি সেবা
- অর্পিত সম্পত্তি সংক্রান্ত পাঁচটি রেজিষ্টারের যথাযথ সংরক্ষণ
- অর্পিত সম্পত্তি তালিকা (সেন্সাস তালিকাসহ) এবং অর্পিত সম্পত্তি কেইসের তপসিলসহ তালিকা সংরক্ষণ
- মৌজাওয়ারী প্লটওয়ারী অর্পিত সম্পত্তির ভোগদখলকারীদের তালিকা প্রস্ত্তত
- অবৈধ দখলদারদের উচ্ছেদের পদক্ষেপ গ্রহণ
- অর্পিত সম্পত্তি যথাযথ ইজারার ব্যবস্থা 
- প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসের অর্পিত সম্পত্তির হোল্ডিংগুলি চিহ্নিতকরণ এবং ঐ সকল হোল্ডিংয়ে কোন নামপত্তন জমা খারিজ বা জমা

  একত্রীকরণ হয়ে থাকলে তার সংশ্লিষ্ট অংশটুকু বাতিলকরণ 
- অর্পিত সম্পত্তি ২নং জমাবন্দি রেজিস্টারের প্রতিটি সংশ্লিষ্ট হোল্ডিংয়ে লাল কালি দিয়ে মার্ককরণের ব্যবস্থা গ্রহণ 
- এই সংক্রান্ত দেওয়ারী মোকদ্দমার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণ 
- অর্পিত সম্পত্তির ভূমি উন্নয়ন কর পরিশোধের ব্যবস্থা গ্রহণ 
- অর্পিত সম্পত্তি সম্পর্কিত প্রতিবেদন প্রেরণ 
- অর্পিত সম্পত্তি থেকে অবমুক্তির বিষয়ে মতামত প্রদান
সায়রাতমহল সংক্রান্ত সেবা
হাট বাজার
- হাট-বাজারের তালিকা সংরক্ষণ ও হালনাগাদকরণ
- হাট-বাজারের পেরিফেরী নির্ধারণ/পুনঃ নির্ধারণ
- বাজার ও চান্দিনা ভিটির সীমানা নির্ধারণ 
- নতুন হাট-বাজার স্থাপন ও তালিকাভুক্তির পদক্ষেপ
- হাট-বাজারে ইজারা প্রদানের সহায়তা ও ইজারা মূল্য নোটকরণ
- হাট-বাজার ইজারার যে অংশ সরকারী খাতে জমা করার বিধাণ রয়েছে তা জমা করা হয়েছে কিনা যাচাই করা ও নোট করা
- ইজারাকৃত হাট-বাজারের দখল প্রদান ও টোল নির্ধারণে সহায়তা 
- অনুমোদিত টোল চার্ট প্রকাশ্য স্থানে টানিয়ে রাখা
- অবৈধ দখলদার উচ্ছেদ/অবৈধ দখল রোধ 
- অবলুপ্ত হাট-বাজারের তালিকা সংরক্ষণ করা।
ফেরী ঘাট-ব্যবস্থাপনা সেবা
- ফেরী ঘাটের তালিকা সংরক্ষণ ও হালকরণ 
- ইজারা অর্থের সরকারী অংশ জমার হিসাব সংরক্ষণ
জলমহাল ব্যবস্থাপনা সংক্রান্ত সেবা
- উন্মুক্ত ও বন্ধ সকল জনমহালের সঠিক ও হালনাগাদ তালিকা প্রণয়ন ও বিবরণী প্রস্ত্তুতকরণ
- খাস পুকুর/দীঘি ও বদ্ধ জলাশয়ের সীমানা নির্ধারণ
- অবৈধ দখল থেকে খাস পুকুর/দীঘি/বদ্ধ জলাশয় পুনরুদ্ধার
- ইউনিয়ন পরিষদ/উপজেলা পরিষদ/পৌরসভা/পৌর কর্পোরেশনের ব্যবস্থাপনায় ন্যস্ত জলাশয়গুলির সঠিক তালিকা সংরক্ষণ 
- খাসজমিতে চিংড়ীমহালের তালিকা প্রস্ত্তত 
- অন্যান্য চিংড়ী মহাল থাকলে তার তালিকা প্রস্ত্তুত ও আদায়রে ব্যবস্থা করণ 
- এ সকল মহালর বন্দোবস্ত প্রদানের পদক্ষেপ গ্রহণ ও সহযোগিতা
ভাসানমহাল সংক্রান্ত সেবা
- ভাসানমহালের এলাকা চিহ্নিতকরণ ও তালিকা প্রস্ত্তত 
- ভাসানমহাল ইজারা প্রদানের বিষয়
বিবিধ সায়রাতমহাল সংক্রান্ত সেবা 
- বালু মহাল/পাথর মহালসহ অন্যান্য সকল মহালের এলাকা চিহ্নিতকরণ 
- বিবিধ শ্রেনীর মহালের তালিকা/বিবরণী প্রস্ত্তত ও সংরক্ষণ
- বিবিধ মহালের ইজারা প্রদানে সহায়তা/কার্যকরী পদক্ষেপ গ্রহণ
ভূমি উন্নয়ন কর ধার্য ও আদায় সংক্রান্ত সেবা
- ভূমি উন্নয়ন করের বকেয়া ও হাল দাবী নির্ধারণের ব্যবস্থা গ্রহণ
- বিভিন্ন সংস্থার নিকট পাওনা বকেয়া ভূমি উন্নয়ন করের বিবরণী প্রস্ত্তত
- বিভিন্ন সংস্থার নিকট থেকে দীর্ঘদিন অনাদায়ী দাবী সম্পর্কে জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণে ব্যবস্থা
- দাবী আদয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও আদায় নিশ্চিতকরণ 
- খেলাপী তালিকা প্রস্ত্তত (রিটার্ণ-৩)
- ভূমি উন্নয়ন কর সংক্রান্ত মোকদ্দমা নিম্পত্তি
- সার্টিকেট মোকদ্দমার জন্য রিকুইজিশন দাখিলের ব্যবস্থা
- আদায়কৃত অর্থ যথাযথ খাতে জমাকরণের নিশ্চয়তা বিধান
সার্টিফিকেট কার্যক্রম (রেন্ট সার্টিফিকেট) সেবা
- সার্টিফিকেট অফিসারের দায়িত্ব পালন 
- রিকুইজিশন দাখিল ও আদায় প্রতিবেদন সংগ্রহ 
- সংশ্লিষ্ট রেজিষ্টারসমূহ পরীক্ষা
- রেজিস্টার ৯ ও ১০ মিলকরণ 
- যথাযথভাবে প্রসেস/নোটিশ জারি নিশ্চিতকরণ 
- সার্টিফিকেট সংক্রান্ত অন্যান্য পদক্ষেপ গ্রহণ 
- সার্টিফিকেট সেল (নিলামে বিক্রয়) সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ গ্রহণ
দেওয়ানী মোকদ্দমা সংক্রান্ত সেবা
- সরকারী খাস জমি/অর্পিত সম্পত্তি/পরিত্যক্ত সম্পত্তি/অন্যান্য প্রক্রিয়ায় অর্জিত সরকারী সম্পত্তি সম্পর্কিত দেওয়ানী মোকদ্দমা তদারকি
- দেওয়ানী মোকদ্দমার প্রেক্ষিতে ইউনিয়ন ভূমি অফিস (তহসীল অফিস) থেকে তথ্য আহরণ ও জেলা প্রশাসকের দফতরে প্রেরণের হিসাব 

  সংরক্ষণ 
- সরকার সম্পত্তির ইজারার বিষয়ে দায়েরকৃত দেওয়ানী মোকদ্দমা তদারকিতে সহযোগিতা 
- সরকারী সম্পত্তি রক্ষার প্রয়োজনে দেওয়ানী/ফৌজদারী মোকদ্দমা দায়ের 
- যে সকল মোকদ্দমায় শুধু সরকারকে বিবাদী করা হয় সে সকল মোকদ্দমার অনুচ্ছেদ ওয়ারী তথ্য বিবরণী প্রেরণের ব্যবস্থা ও বিশেষ দৃষ্টি

  রাখা 
জরিপ ও রেকর্ড বিভাগের তদারকি সংক্রান্ত সেবা
- উপজেলা পর্যায়ে জরিপ ও রেকর্ড বিভাগের কাজের তদারকি ও পরিচালনা 
- জরিপ ও রেকর্ড বিভাগের কাজে সাথে ব্যবস্থাপনা বিভাগের কাজের সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ